প্রযুক্তিক্ষেত্রে এক নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দেশীয় উদ্ভাবন Robolife Technologies। তরুণ প্রকৌশলী জয় বড়ুয়া লাবলুর উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান ইতোমধ্যেই ৬০ জনেরও বেশি মানুষকে সাশ্রয়ী বায়োনিক হাত সরবরাহ করেছে।
রোবোলাইফের হাত ইএমজি সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা মাংসপেশির সংকেত শনাক্ত করে আঙুল ও কবজি নাড়াতে সক্ষম। বিদেশি পণ্যের দাম যেখানে কয়েক লাখ টাকা, সেখানে রোবোলাইফ মাত্র ৩০ হাজার টাকায় হাত সরবরাহ করছে।
বাংলাদেশে সাফল্যের পাশাপাশি সৌদি আরব, মালয়েশিয়া ও তুরস্কে ডেমো আকারে পণ্য পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতিও পেয়েছেন প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া লাবলু, যিনি অর্জন করেছেন Joy Bangla Youth Award এবং NASA Space Apps Challenge-সহ একাধিক সম্মাননা।
প্রযুক্তি ও মানবিক উদ্যোগের সমন্বয়ে রোবোলাইফ বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।