টালিউডের রুপালি পর্দার সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার ছবি চ্যালেঞ্জ–এর মাধ্যমে তাদের একসঙ্গে পথচলা শুরু হয়। রিল লাইফের প্রেম দ্রুত ছড়িয়ে পড়ে রিয়েল লাইফেও। একসময় তারা ব্যক্তিগত জীবনেও কাছাকাছি চলে আসেন। এমনকি পরিবার পর্যন্ত পৌঁছে যায় সম্পর্কের গভীরতা। অনেকেই ভাবতে শুরু করেন, এই জুটি শিগগিরই সংসার জীবন শুরু করতে চলেছে।
তবে ভাগ্যের নির্মম পরিণতি, সেই প্রেমের গল্প বেশিদিন টেকেনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরাণ যায় জ্বলিয়া রে ছবির সময় তাদের সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু সেই সময়েই দেবের জীবনে প্রবেশ করেন মডেল রুক্সিনি মৈত্র। দেব ও রুক্সিনির ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে গেলে শুরু হয় টানাপোড়েন। সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যে একপর্যায়ে তাদের যোগাযোগই বন্ধ হয়ে যায়। অবশেষে বিচ্ছেদ হয় এই তারকা জুটির।
২০১৩ সালে মুক্তি পাওয়া খোকা ৪২০ ছিল দেব ও শুভশ্রীর একসঙ্গে করা শেষ ছবি। যদিও বিচ্ছেদের পরেও ২০১৫ সালে তারা আবার অভিনয় করেন ধূমকেতু ছবিতে, যা প্রেমের গল্পে পরিপূর্ণ। ছবিটি নানা কারণে আটকে ছিল দীর্ঘদিন। অবশেষে প্রায় এক দশক পর চলতি মাসেই এটি মুক্তি পাচ্ছে।
কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নির্মিত এই সিনেমায় দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, রুদ্রনীল ঘোষসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে ধূমকেতু সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি মাসের ১৪ তারিখ।