শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ দেশের সাফল্যের পর যুক্তরাষ্ট্রেও দর্শকদের মন জয় করে নিচ্ছে। ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহেই সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দেয়, বিশেষ করে বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে। এই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও নতুন নতুন স্টেটে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
পরিবেশনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বদরুদ্দোজা সাগর নিশ্চিত করেছেন, নিউইয়র্কের সিনেমাস সিনেমার্ট, কিউ গার্ডেন, বাফেলো, বার্লিংটন, নিউ জার্সি, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, বোস্টন, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় সপ্তাহেও চলছে ‘বরবাদ’। এছাড়াও, নতুন করে প্রদর্শন শুরু হয়েছে ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা ও মায়ামিতে।
তিনি আরও জানান, প্রদর্শন করা সব থিয়েটার থেকেই প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতেও দর্শকদের এমন আগ্রহ থাকবে বলেই তারা আশাবাদী।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান, ইধিকা পাল এবং যীশু সেনগুপ্ত অভিনীত এই সিনেমাটি বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা ও ইতালিতে প্রদর্শিত হচ্ছে। আগামী ২৬ এপ্রিল ‘বরবাদ’ মুক্তি পাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এছাড়াও, মে মাসের দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মালয়েশিয়াতে মুক্তি পাবে।