২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মা হওয়ার সুখবর দিয়ে ভক্তদের আনন্দে ভাসিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপাবলির উৎসবেই তিনি প্রকাশ করেছিলেন কন্যার নাম—দুয়া। এক বছর পর, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর ছোট্ট দুয়া যখন পা রাখল জীবনের প্রথম জন্মদিনে, মাতৃত্বের আবেগে আপ্লুত হয়ে উঠলেন দীপিকা। ভালোবাসা ও উষ্ণতায় ভরে উঠল তার সামাজিক যোগাযোগমাধ্যম।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, জন্মদিনে কোনো জমকালো আয়োজন হয়নি; বরং ঘরোয়াভাবেই পালিত হয়েছে দিনটি। মেয়ের জন্য নিজের হাতে চকোলেট কেক বানিয়েছেন দীপিকা। তার ভাষায়, এটাই তার ‘লাভ ল্যাঙ্গুয়েজ’।
তবে এখনো প্রকাশ্যে আনেননি মেয়ের মুখ। বহুবার অনুরোধ করেছেন যেন মেয়ের প্রাইভেসি রক্ষা করা হয়। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, দীপিকার কোলে বসে আছে এক শিশুকন্যা, যার মুখ স্পষ্ট ধরা পড়েছে। ভক্তদের দাবি, এটাই দীপিকা-রণবীরের কন্যা দুয়া। ভিডিওর আরেকটি দৃশ্যে দেখা যায়, ক্যামেরায় মুহূর্তটি ধরা পড়ায় বিরক্ত হন দীপিকা এবং সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করতে বলেন।
ভিডিওটি নিয়ে এখনো দীপিকা বা রণবীর কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। তবে এ ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় এসেছে বলিউডে তারকা-সন্তানদের প্রাইভেসি ইস্যু। ভক্তদের একাংশ উচ্ছ্বসিত ছোট্ট দুয়ার মুখ প্রথমবার দেখার আশায়, আবার অন্যরা সমালোচনা করছেন অভিনেত্রীর পারিবারিক গোপনীয়তা লঙ্ঘনের কারণে।