ঢাকা মেট্রোরেলের চলাচলের সময়সূচি পরিবর্তন হচ্ছে। আগামী রোববার থেকে মেট্রোরেলের চলাচল সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে, যাতে সকালে আধঘণ্টা আগে এবং রাতে আধঘণ্টা পরে পর্যন্ত ট্রেন চলবে। এর ফলে যাত্রীরা আরও দীর্ঘ সময় এই পরিবহন সুবিধা নিতে পারবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, চলাচলের সময় বাড়ানোর পাশাপাশি আগামী মাসের মাঝামাঝি থেকে ট্রিপের সংখ্যাও বৃদ্ধি করা হবে। এতে ট্রেনের মধ্যে বিরতির সময় অন্তত দুই মিনিট কমে যাবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বাড়তি সময়ের ট্রায়াল চালানো হয়।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ জানিয়েছেন, যাত্রীসেবা বাড়াতে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি মেট্রোরেল চলবে, এবং ১৫ নভেম্বরের মধ্যে বাড়তি ট্রিপ চালু করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী যাতায়াত করেন। সময় ও ট্রিপ বৃদ্ধির ফলে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখন সপ্তাহে ছয় দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায়। নতুন সূচি অনুযায়ী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়।