হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক ডরি র্যাথ।
১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘দ্য গডফাদার’-এ ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এরপর একের পর এক সফল সিনেমা—‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ ও ‘দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব’—এর মাধ্যমে তিনি হয়ে ওঠেন দর্শক ও সমালোচকদের প্রিয় মুখ।
১৯৭৮ সালে ‘অ্যানি হল’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জয় করেন তিনি। সাবলীল অভিনয়, অনন্য স্টাইল এবং স্বাধীনচেতা ব্যক্তিত্বের কারণে তিনি ছিলেন হলিউডের সবচেয়ে প্রভাবশালী ও সম্মানিত নারী তারকাদের একজন। অভিনয়ের পাশাপাশি কিটন ছিলেন এক সফল পরিচালকও। ১৯৮৭ সালে তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘হেভেন’, ১৯৯৫ সালে ‘আনস্ট্রাং হিরোজ’ এবং ২০০০ সালে ‘হ্যাংগিং আপ’ মুক্তি পায়—যা তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর বহন করে।
ডায়ান কিটনের মৃত্যুর খবরে পুরো হলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহ-অভিনেত্রী বেট মিডলার এক আবেগঘন বার্তায় লিখেছেন, “অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই।” তার মৃত্যু চলচ্চিত্র জগতের এক মহার্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটাল।