২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স করলেও ব্রাজিলের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার। তবুও বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ায় এখন দুই দলের লক্ষ্য—বড় মঞ্চের প্রস্তুতি আরও ঝালিয়ে নেওয়া। সেই লক্ষ্যে চলতি অক্টোবর মাসে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১১ অক্টোবর মায়ামিতে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভেনেজুয়েলার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। তিন দিন পর, অর্থাৎ ১৪ অক্টোবর আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হবে পুয়ের্তো রিকো। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। দুই ম্যাচের জন্য ইতোমধ্যে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
অন্যদিকে, ব্রাজিলও অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে এশিয়ায়। ১০ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায় টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের আগেও একই প্রস্তুতি নিয়েছিল ব্রাজিল। তখনও তারা দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং জাপানকে ১-০ গোলে পরাজিত করেছিল।
এবারও এশিয়ায় প্রীতি ম্যাচগুলোকে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই বিশ্বকাপের প্রস্তুতির বড় অংশ হিসেবে দেখছে। ভক্তদের আগ্রহও তুঙ্গে—লিওনেল মেসি, নেইমার, ভিনিসিয়াস জুনিয়রদের দারুণ লড়াই দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।