মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক, মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের শুরুতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
উক্ত দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
বৈঠকে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়, যার বিস্তারিত শিগগির ঘোষণা করা হবে। এছাড়া, নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।