ঢালিউডের সুপারস্টার শাকিব খান আবারও নতুন রূপে চমকে দিলেন দর্শকদের। তার বহুল প্রতীক্ষিত ছবি ‘সোলজার’-এর প্রথম টিজার প্রকাশের পর এবার প্রকাশিত হয়েছে ছবিটির নতুন ঝলক, যেখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন, একেবারে অচেনা এক অবতারে। এই নতুন রূপে হাজির হয়ে শাকিব যেন আগুন জ্বালিয়ে দিয়েছেন ভক্তদের হৃদয়ে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস ও উন্মাদনার ঢেউ।
শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টারে ধরা দিয়েছেন এক রহস্যময় ও দৃঢ়চেতা সৈনিকের চরিত্রে। তার ঠোঁটের ওপরে ঘন গোঁফ, চোখেমুখে তীক্ষ্ণ দৃষ্টি—সব মিলিয়ে এই লুকটি একদমই আলাদা, আগের যেকোনো শাকিব রূপ থেকে সম্পূর্ণ ভিন্ন। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, “আপনার সৈনিক আপনার সেবায় নিয়োজিত।” এই সংলাপই যেন ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে ভক্তদের মাঝে।
ভক্তরা ও সহশিল্পীরা ইতিমধ্যেই মন্তব্যের ঘরে উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। কেউ লিখেছেন, “এটাই চাই আমরা—ভিন্নধর্মী শাকিব খান!”, কেউ আবার জানিয়েছেন, “এই লুক দেখেই বোঝা যাচ্ছে, সোলজার হবে ব্লকবাস্টার।”
এর আগে প্রকাশিত ৩৩ সেকেন্ডের টিজারটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় ঝলকেও শাকিব খানকে দেখা গেল এক নতুন ধারায়, যা ভক্তদের প্রত্যাশাকে আরও উঁচুতে পৌঁছে দিয়েছে।
ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া ছবিতে দেখা যাবে তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমনসহ ঢালিউডের বেশ কয়েকজন শক্তিশালী অভিনেতাকে। সব মিলিয়ে, ‘সোলজার’ এখন পরিণত হয়েছে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবিতে।