পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে—এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ তাদের কাছে রয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আতাউল্লাহ তারার এক্স (পূর্বের টুইটার)–এ একটি পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে।’ তিনি সতর্ক করে আরও বলেন, যেকোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে এবং এ অঞ্চলে যেকোনো ধরনের গুরুতর পরিণতির জন্য সম্পূর্ণভাবে ভারতকে দায়ী করা হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে কাশ্মীরের পহেলগাম এলাকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছে, ওই হামলার সঙ্গে পাকিস্তানি গোষ্ঠীগুলোর যোগসূত্র রয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।
এই ঘটনার জেরে দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত সিন্ধু নদ চুক্তি স্থগিত রেখেছে এবং পাকিস্তান ভারতের বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে।
পূর্বে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ রয়টার্সকে জানিয়েছিলেন, ভারতের হামলা ‘আসন্ন’। ইসলামাবাদে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তবে আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি থাকলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে।”
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর হামলায় অভিযুক্তদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।