জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ভক্তদের সঙ্গে এক ভিন্নধর্মী খেলায় মেতে উঠেছেন। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি মজার পোস্ট শেয়ার করেন, যেখানে লাল ব্লেজার পরিহিত অবস্থায় চারটি কোলাজ ছবিতে ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি। তার প্রাণবন্ত হাসি ও আকর্ষণীয় লুক মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে।
পোস্টে মেহজাবীন লিখেছেন— “কমেন্টে প্রিয়জনের নামের প্রথম অক্ষর বলে দাও! আমি চেষ্টা করব তার নামটি অনুমান করতে! তাহলে খেলাটা শুরু করা যাক।” এই সাধারণ আহ্বান মুহূর্তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে। মাত্র ২৫ মিনিটের মধ্যে পোস্টটিতে হাজার হাজার লাইক, শেয়ার, প্রায় ১২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এবং ১০ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে।
ভক্তদের মন্তব্যের উত্তর দিয়ে মেহজাবীন সরাসরি অংশ নেন এই খেলায়। ইতোমধ্যেই তিনি প্রায় ২০ জন ভক্তের মন্তব্যের জবাব দিয়েছেন। যেমন, একজন ভক্ত ইংরেজি ‘M’ লিখলে তিনি অনুমান করেছেন ‘মোহিম’, আরেকজন ‘K’ লিখলে তিনি উত্তর দিয়েছেন ‘কবির’। এই সরল কিন্তু আন্তরিক বিনোদনমূলক খেলা ভক্তদের সঙ্গে তার এক ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়েছে।
উল্লেখ্য, মেহজাবীন দীর্ঘদিন ধরে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে সমানভাবে সফলতা দেখিয়ে আসছেন। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা নিরবচ্ছিন্নভাবে বৃদ্ধি পেয়ে চলেছে।