ব্লুটুথ হেডফোন নাকি সাধারণ তারযুক্ত হেডফোন—কোনটি ভালো, এ প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার প্রয়োজন ও ব্যবহারভেদে। আজকাল গান শোনা থেকে শুরু করে ফোনে কথা বলা পর্যন্ত হেডফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বাজারে মূলত দুই ধরনের হেডফোন পাওয়া যায়—তারযুক্ত এবং তারবিহীন। তারবিহীন হেডফোনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ব্লুটুথ হেডফোন।
ব্লুটুথ হেডফোনের সবচেয়ে বড় সুবিধা হলো এতে তারের ঝামেলা নেই। চার্জ দিয়ে সহজে ব্যবহার করা যায় এবং চলাফেরার সময় তার জড়িয়ে যাওয়ার ভয়ও থাকে না। তাই সাধারণ ব্যবহারকারীদের কাছে এটি বেশ আকর্ষণীয়। তবে প্রযুক্তিবিদদের মতে, সুবিধার দিক থেকে ব্লুটুথ হেডফোন ভালো হলেও অডিও কোয়ালিটির ক্ষেত্রে এটি সব সময় তারযুক্ত হেডফোনকে ছাড়িয়ে যেতে পারে না।
অন্যদিকে, তারযুক্ত হেডফোন এখনো জনপ্রিয়। এর প্রধান কারণ হলো এতে চার্জ দেওয়ার ঝামেলা নেই, দাম তুলনামূলকভাবে কম এবং অডিও কোয়ালিটি অনেক ভালো। অ্যানালগ কানেকশনের মাধ্যমে সরাসরি সাউন্ড ট্রান্সমিশন হয় বলে এতে শব্দ নিখুঁত ও উজ্জ্বল থাকে। তাই যারা অডিও বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ করেন, তারা তারযুক্ত হেডফোনকেই প্রাধান্য দেন।
অবশ্য ব্লুটুথ হেডফোন ব্যবহারে চার্জিং ও ব্যাটারির মেয়াদ বিবেচনা করতে হয়। দীর্ঘক্ষণ ব্যবহারের পর আবার চার্জ দিতে হয়। তাছাড়া ওয়্যারলেস অডিও ট্রান্সমিশনের সময় লেগ বা দেরি হওয়ার সম্ভাবনাও থেকে যায়।
সংক্ষেপে বলা যায়—দৈনন্দিন গান শোনা বা কল করার জন্য ব্লুটুথ হেডফোন বেশ সুবিধাজনক। কিন্তু যারা নিখুঁত অডিও কোয়ালিটি চান এবং পেশাদার কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এখনো তারযুক্ত হেডফোনই সেরা বিকল্প।