ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দেশের প্রথম অন্ট্রপ্রেনর ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই তিন মাসব্যাপী পেইড কোর্সটি তরুণ উদ্যোক্তাদের দক্ষতা, জ্ঞান এবং মানসিক প্রস্তুতি গঠনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। প্রোগ্রামটিতে অংশগ্রহণকারীরা ১২টি বিষয়ভিত্তিক কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যার মধ্যে রয়েছে উদ্যোক্তার জন্য প্রয়োজনীয় ব্যবসায়িক জ্ঞান, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, মার্কেটিং, ফাইন্যান্স, লিগ্যাল স্ট্রাকচারসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়াদি। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য একটি মেন্টাল হেলথ কোর্স এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্ডাস্ট্রি ভিজিট অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজন করা হবে একটি দুই দিনব্যাপী মেলা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসার ধারণা প্রদর্শন এবং নেটওয়ার্ক তৈরির সুযোগ পাবেন। কোর্স শেষে প্রতিটি অংশগ্রহণকারী তিন মাসব্যাপী একটি ফ্রি মেন্টরশিপ প্রোগ্রামে অংশ নিতে পারবেন, যেখানে তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে অভিজ্ঞ উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা সরাসরি পরামর্শ দেবেন। এটি শুধুমাত্র একটি প্রশিক্ষণ প্রোগ্রাম নয়, বরং একজন উদ্যোক্তাকে আত্মবিশ্বাস, দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা দিয়ে প্রস্তুত করার একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম।
উদ্যোক্তা ১০১-এ রেজিস্ট্রেশন করতে আগ্রহীরা আগামী ১০ মে ২০২৫ তারিখের মধ্যে https://tinyurl.com/udkb1 লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ঢাকার খ-২২৪, বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ, মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভেন্যুতে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে: https://www.bracbank.com/uddokta_101। যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন এবং নিজ উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করতে চান, তাদের জন্য এ প্রোগ্রাম হতে পারে একটি দিকনির্দেশনামূলক পথচলা।