অ্যাপলের নতুন আইফোন ১৭ বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। শক্তিশালী প্রি-অর্ডারের কারণে বেসিক মডেলের উৎপাদন অন্তত ৩০ শতাংশ বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (২০ সেপ্টেম্বর) দ্য ইনফরমেশনের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ধারণার তুলনায় বেশি গ্রাহক প্রিমিয়াম প্রো মডেলের পরিবর্তে ৭৯৯ ডলারের আইফোন ১৭ বেছে নিচ্ছেন। এ কারণে চীনের সরবরাহকারী প্রতিষ্ঠান লাক্সশেয়ারকে প্রতিদিনের উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে অ্যাপল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, নতুন আইফোন ১৭ লাইনআপে ‘আইফোন এয়ার’ নামের একটি পাতলা মডেল যুক্ত হওয়ায় বিক্রির গতি আরও বাড়বে। সাম্প্রতিক বছরগুলোতে স্মার্টফোন বাজারে স্থবিরতা দেখা দিয়েছিল, কারণ নতুন সংস্করণগুলোতে ফিচার আপডেট ছিল খুবই সীমিত। ফলে গ্রাহকদের অনেকেই আপগ্রেডে আগ্রহ হারাচ্ছিলেন।
তবে এবার আইফোন ১৭-এর এন্ট্রি-লেভেল মডেলে এমন কিছু স্ক্রিন ও ক্যামেরা ফিচার যুক্ত হয়েছে, যা আগে কেবল প্রো মডেলেই পাওয়া যেত। এতে প্রো ও সাধারণ মডেলের মধ্যে ব্যবধান অনেকটাই কমে এসেছে।
অ্যাপল সাধারণত উচ্চমূল্যের ডিভাইস বিক্রিতে জোর দেয়। তবে এবার মূল্য-সংবেদনশীল বাজারের চাপে কিছুটা কৌশল পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি। এতে প্রশ্ন উঠছে, কেবল প্রিমিয়াম আপগ্রেডের ওপর নির্ভর করে তারা ভবিষ্যতে কতটা প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে।