সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের কিশোররা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিজয়ী দল।
ম্যাচের ১৮ মিনিটেই আরিফের গোলে লিড নেয় বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দল। বিরতির পর শুরু হয় রিফাত কাজীর দুর্দান্ত শো। দ্বিতীয়ার্ধে টানা তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৪৮ মিনিটে বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে প্রথম গোল, ৬৪ মিনিটে ফিরতি বলে দ্বিতীয় গোল এবং ৮৮ মিনিটে অধিনায়ক ফয়সালের পাস থেকে চমৎকার দক্ষতায় হ্যাটট্রিক গোল করেন রিফাত। তার গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের ৪-০ ব্যবধানের জয়।
এর আগে, প্রথম ম্যাচে নেপালকেও একই ব্যবধানে ৪-০ গোলে হারিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। টানা দুই ম্যাচে দুই বড় জয়ের মাধ্যমে শতভাগ সফলতায় গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।