ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন ছেলে বীর এবং বীরের মা, অভিনেত্রী শবনম বুবলি। ভক্তদের মনে প্রশ্ন উঠেছে—এ হঠাৎ আমেরিকা সফরের পেছনে কারণ কী?
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বীরকে একটি সুন্দর মুহূর্ত উপহার দিতেই এই একসঙ্গে থাকা। তবে এর পেছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ—বীরের গ্রীন কার্ড আবেদন প্রক্রিয়া।
নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শিশুদের গ্রীন কার্ডের জন্য জীবিত বাবা-মায়ের উপস্থিতি ও প্রয়োজনীয় কাগজপত্র জরুরি। যেহেতু শাকিব খান নিজেই যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, এবং বীরের জন্মও যুক্তরাষ্ট্রে—তাই এই পরিস্থিতিতে বীর সহজেই গ্রীন কার্ড পেতে পারে। শাকিব খানের উপস্থিতিতেই এ আবেদন প্রক্রিয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে।
পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, শুধুমাত্র বীরের ভবিষ্যৎ এবং একটি আনন্দঘন সময় কাটানোর উদ্দেশ্যেই এই একত্র হওয়া। তবে তারা আরও জানান, বুবলি এবং বীর আলাদা হোটেলে থাকছেন, আর শাকিব খান থাকছেন তার বন্ধুদের বাসায়।
বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে ওই সূত্রটি মন্তব্য করে বলেন, “যেসব কথা ছড়ানো হচ্ছে—সবই মনগড়া। শাকিব খান দেশে ফিরলেই সবাই বুঝতে পারবেন, বুবলির সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই। যতটুকু আছে, তা শুধুই সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে। একই কথা জয়-এর ক্ষেত্রেও প্রযোজ্য।”