ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে করুণ ব্যর্থতার পর কোচিং পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। আসরে একটিও জয় না পেয়ে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় সেলেসাওরা। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের পরই স্পষ্ট হয়ে যায়—এবারও ট্রফির স্বপ্ন পূরণ হচ্ছে না তরুণ ব্রাজিলিয়ানদের। আর সেই ব্যর্থতার দায়ে চাকরি হারালেন দলের কোচ রামোন মেনেজেস।
রবিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিবিএফ জানায়, রামোন মেনেজেস আর ব্রাজিল অনূর্ধ্ব-২০ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না। সংস্থাটি জানায়, “পারফরম্যান্স ও এ পর্যন্ত সম্পন্ন কাজের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিবৃতিতে কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলা হয়, “রামোন বিভিন্ন সময় অনূর্ধ্ব-২০ দলসহ ব্রাজিলের অন্যান্য জাতীয় দলের দায়িত্ব পালনকালে যে নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি একসময় জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।”
সিবিএফ আরও জানায়, “আমরা রামোনের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য শুভকামনা জানাই এবং প্রতিটি প্রতিযোগিতায় প্রদর্শিত তার একনিষ্ঠতা ও প্রতিশ্রুতিকে সম্মান জানাই।”
উল্লেখ্য, রামোন মেনেজেসের অধীনে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত সাফল্য না আসায় শেষ পর্যন্ত বিদায় নিতে হলো তাকে।