এশিয়া কাপ শেষ হলেও ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস যেন কমেনি। এবার আলোচনার কেন্দ্রবিন্দু নারী ওয়ানডে বিশ্বকাপ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা ওঠে বিশ্বকাপের ১৩তম আসরের।
উদ্বোধনী ম্যাচের আগে ভারতীয় জাতীয় সংগীত ‘জন গণ মন’ পরিবেশন করেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল, যিনি এবারের আসরের থিমসংয়েও কণ্ঠ দিয়েছেন। তার সঙ্গে কণ্ঠ মেলান হারমানপ্রীত কৌররা। এরপর শ্রীলঙ্কার জাতীয় সংগীত ‘শ্রীলঙ্কা মাতা’ পরিবেশন করেন সাদা পোশাকে এক শিল্পী, যার সঙ্গে কণ্ঠ মেলান আতাপাত্তু-হারশিথারা। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই পরিবেশনা। দর্শকদের মনে প্রশ্ন জাগে—কে এই শিল্পী?
তিনি নুওয়ান্ধিকা সেনারত্নে—শ্রীলঙ্কার তরুণী কণ্ঠশিল্পী। মূলত প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত হলেও সোপ্রানো অপেরা ও গজল পরিবেশনাতেও তার সমান সুনাম রয়েছে। জনপ্রিয় রিয়েলিটি শো *‘দোরানা ড্রিম স্টার’-এর নবম মৌসুমে প্রথম রানারআপ হয়ে তিনি আলোচনায় আসেন।
উইকিপিডিয়া অনুযায়ী, নুওয়ান্ধিকার জন্ম ১৯৯৩ সালের ২৩ জুন। তিনি কলম্বোর ইউনিভার্সিটি অফ দ্য ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস থেকে ওয়েস্টার্ন মিউজিকে অনার্সসহ ব্যাচেলর অব পারফর্মিং আর্টস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে কেলানিয়া বিশ্ববিদ্যালয়ে সংগীতে এমফিল করছেন।
শ্রেয়া ঘোষালের সুরের জাদু যেমন শ্রোতাদের মুগ্ধ করেছে, তেমনি নুওয়ান্ধিকার নিখুঁত কণ্ঠনিয়ন্ত্রণও সবার মন জয় করেছে। অনেকে বিস্মিত হয়ে বলেছেন, একজন শিল্পীর ভোকাল ক্ষমতা এতটা ক্যারিশম্যাটিক কীভাবে সম্ভব! শ্রেয়া ঘোষালের পাশে দাঁড়িয়ে গাইতে গিয়ে হয়তো কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন, তবে সেই মুহূর্তটিকে সযত্নে ধরে রাখেন ছবির মাধ্যমে। নিজের ফেসবুকে শ্রেয়ার সঙ্গে ছবি শেয়ার করে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্মৃতিকে আরও রঙিন করে তুলেছেন এই লঙ্কান শিল্পী।