নেপালে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে প্রাণ হারালেন সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর দাল্লু এলাকায় তাদের বাসভবনে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দিলে তিনি ভেতরে আটকা পড়েন। খবর ইন্ডিয়া টুডে।
শত শত বিক্ষোভকারী হঠাৎ করে বাড়িটি ঘিরে ফেলে এবং আগুন লাগিয়ে দেয়। আটকা পড়া রাজ্যলক্ষ্মীকে পরে দ্রুত উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পরই তিনি মৃত্যুবরণ করেন।
এর আগের দিন (৮ সেপ্টেম্বর) বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর থেকেই সহিংসতা আরও বেড়ে যায়। মঙ্গলবার সকাল থেকে আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবনে আগুন দেয় এবং একে একে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনে হামলা চালায়। এ ঘটনায় বহু বাড়িঘর পুড়ে যায়। এমনকি সদ্য পদত্যাগ করা কেপি শর্মা অলির পৈতৃক বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এই সহিংসতার মধ্যেই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি। তবে আন্দোলন থামার পরিবর্তে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে, যা নেপালের রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করে তুলছে।