জাপানি অটোমোবাইল জায়ান্ট হোন্ডা চালকবিহীন মোটরসাইকেলের নতুন প্রোটোটাইপ উন্মোচন করেছে। অভিনব এই বাইকে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ পোকেমন–এর চরিত্র কোরাইডন-এর পূর্ণাঙ্গ অবয়ব যুক্ত করা হয়েছে, যা একে আরও নজরকাড়া করেছে।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টোকিওর উত্তরে তোচিগি প্রিফেকচারের মোতেগিতে আয়োজিত এক প্রদর্শনীতে বাইকটি উপস্থাপন করা হয়। এ সময় হোন্ডার দুই কর্মী পালাক্রমে প্রায় ১০ মিনিট ধরে কম গতিতে চালকবিহীন এই বিশেষ মোটরসাইকেল চালান। এর আগে গত মাসে মিয়ে প্রিফেকচারের সুজুকা সার্কিটে হোন্ডা চালকবিহীন বাইকের প্রথম প্রদর্শনী করেছিল। সেবার বাইকে বাড়তি চাকা যুক্ত থাকলেও নতুন কোরাইডন মোটরসাইকেল দুই চাকার ওপর ভর করেই সফলভাবে চলতে সক্ষম হয়েছে। প্রদর্শনী চলাকালে দর্শনার্থীদেরও টেস্ট-ড্রাইভের সুযোগ দেওয়া হয়।
হোন্ডা জানিয়েছে, এই বাইকে ব্যবহৃত হয়েছে তাদের সর্বশেষ প্রযুক্তি। চালকবিহীন নিয়ন্ত্রণে সংযুক্ত করা হয়েছে হিউম্যানয়েড রোবট আসিমো–র জন্য তৈরি বিশেষ সিস্টেম। বাইকের ‘পা’-এর জোড়ায় ব্যবহার করা হয়েছে আসিমোর নমনীয় ও গতিশীল প্রযুক্তি, যা বাইককে ভারসাম্য রক্ষা করে চলতে সাহায্য করে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ধাপে ধাপে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সামনে এই বাইক প্রদর্শন করা হবে। আসন্ন জাপান মোবিলিটি শো ২০২৫–এ কোরাইডনের পাশাপাশি টয়োটার তৈরি আরেকটি পোকেমন অবয়বের মোটরসাইকেল মিরাইডন-ও প্রদর্শিত হবে।