পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো হোল্ডিংস বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনগ্রোর সিইও আব্দুল সামাদ দাউদ বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের ইচ্ছা পোষণ করেন।
সামাদ দাউদ বলেন, “আমরা বাংলাদেশের টেলিকম খাতের সম্ভাবনা নিয়ে খুবই আশাবাদী। এছাড়া ভোলায় গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।” তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটের প্রশংসা করে বলেন, “এখানে একটি মানবিক ছোঁয়া রয়েছে— এটি আন্তরিক, স্বাগতপূর্ণ এবং লক্ষ্যনির্ভর।”
ড. ইউনূস এনগ্রোর আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা এমন প্রকল্পে জোর দিতে চাই, যা মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটায়।” এনগ্রো নেতৃত্বকে তিনি পুনরায় বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান এবং বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান।
এনগ্রো গ্রুপ পাকিস্তানের অন্যতম বৃহৎ শিল্প conglomerate, যার ব্যবসার পরিধি কৃষি, শক্তি, টেলিকম ও খাদ্য খাতে বিস্তৃত। বাংলাদেশে তাদের সম্ভাব্য বিনিয়োগ দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে পারে।