এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই আজ হংকং চায়নার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই, আর কোচ হাভিয়ের ক্যাবরেরার জন্যও নিজের অবস্থান রক্ষার পরীক্ষা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
ঢাকায় অনুষ্ঠিত আগের ম্যাচে একাদশ নির্বাচন নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদ দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার পর খেলার মোড় ঘুরিয়ে দেন। ফলে তাদের একাদশে রাখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
সমীকরণ বলছে—বাংলাদেশের এখনো এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার সুযোগ আছে, তবে শর্ত একটাই: পরবর্তী তিনটি ম্যাচেই জিততে হবে। বর্তমানে ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে থাকা বাংলাদেশ পরের তিন ম্যাচ জিতলে ১০ পয়েন্টে পৌঁছাবে। তবুও কাজ শেষ হবে না—চোখ রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর ফলাফলের দিকেও।
বিশেষ করে হংকং যেন সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে জয় না পায়, সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশকেও ভারতকে হারাতে হবে। এছাড়া সিঙ্গাপুর যেন ১০ পয়েন্টে পৌঁছাতে না পারে, সেটাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এরই মধ্যে ফুটবলপ্রেমীদের হতাশ করেছে আরেকটি খবর—আজকের ম্যাচটি দেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। আগের ম্যাচটি টি-স্পোর্টস দেখালেও আজকের খেলাটি সম্প্রচার করছে না তারা। তবে ২৫ টাকা খরচে বঙ্গবিডিতে অনলাইনে সাবস্ক্রিপশন নিয়ে ম্যাচটি দেখা যাবে।