তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তান বাংলাদেশকে দিয়েছে ২৯৪ রানের লক্ষ্য। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা এবং শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকে। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে তোলেন শক্ত ভিত্তি, দু’জন মিলে দলকে এনে দেন ৯৯ রানের ওপেনিং জুটি। তবে গুরবাজকে আউট করে সেই জুটি ভাঙেন স্পিনার তানভীর ইসলাম।
এরপর তিনে নেমে সেদিকুল্লাহ অটল ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি; তিনি ২৯ রানে সাজঘরে ফেরেন। ১৭৩ রানে অটল আউট হওয়ার পর ধস নামে আফগান ইনিংসে। দুর্দান্ত বোলিংয়ে সাইফ হাসান একাই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন—তিনি মাত্র ৪ ওভারে ৬ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া হাসান মাহমুদ ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।
তবে ইনিংসের শেষদিকে একাই ম্যাচের চিত্র পাল্টে দেন মোহাম্মদ নবি। শেষ দুই ওভারে ঝড় তোলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার—মাত্র ৩৫ বলে করেন দুর্দান্ত ফিফটি, তোলেন ৪৪ রান শেষ দুই ওভারে। তার ব্যাটেই আফগানিস্তান পৌঁছে যায় চ্যালেঞ্জিং স্কোরে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬৭ রানের খরচায় ১ উইকেট নেন। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য—২৯৪ রানের পাহাড়সম টার্গেট পেরিয়ে সিরিজে জয় দিয়ে শেষ করা।