সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা থেকে চুরি ও লুট হওয়া বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে বাঁশের পাতা ও ডাল দিয়ে ঢেকে রাখা প্রায় ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত পাথরের ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিন দুপুরে নবনিযুক্ত সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, “সিলেট হলো প্রকৃতির কন্যা। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা হবে টেকসই উন্নয়ন। পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়। সবাইকে নিয়ম ও আইন মেনে চলতে হবে।”
দায়িত্ব গ্রহণের পরপরই ডিসি সারোয়ার আলম সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, জনগণ ও সরকারের যৌথ উদ্যোগে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনা হবে এবং একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি সতর্ক করেন।