বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতি বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা ও মিলন মিয়ার স্ত্রী ছিলেন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ১৫ হাজার ৫৭৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় (১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ভর্তি হয়েছেন ১৩৩ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪২৬ জন।
সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলায়, যেখানে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৪ জন। অন্যদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ২০ জন, যাদের বেশিরভাগই বরগুনা জেলার বাসিন্দা। আক্রান্তের সংখ্যাতেও শীর্ষে রয়েছে বরগুনা—এ জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ কারণে স্বাস্থ্য বিভাগ বরগুনাকে ডেঙ্গু ও এডিস মশার ‘হট স্পট’ হিসেবে চিহ্নিত করেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, মানুষের মধ্যে সচেতনতা কিছুটা বাড়লেও জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা ও অনিয়ন্ত্রিত পরিবেশের কারণে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। তিনি ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন।