গ্রীষ্মকালে ফ্যান ছাড়া ঘরে থাকা প্রায় অসম্ভব। অনেকেই মনে করেন, ফ্যানের গতি কমিয়ে দিলে বিদ্যুৎ বিলও কমে যায়। যেমন, রেগুলেটরের ঘর ৫ থেকে কমিয়ে ৩ বা ২ করলেই বুঝি বিদ্যুৎ খরচ কমে—এমন ধারণা অনেকেরই। কিন্তু বাস্তবতা কী বলছে?
সাধারণ সিলিং ফ্যান চলে একটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে। রেগুলেটরের সাহায্যে আমরা ফ্যানের গতি নিয়ন্ত্রণ করি। সাধারণ রেগুলেটর মূলত ভোল্টেজ কমিয়ে মোটরের গতি কমায়। তাই গতি কমালে মনে হয় বিদ্যুৎ কম খরচ হচ্ছে, কিন্তু এটি সব সময় সঠিক নয়।
আসলে, সাধারণ রেগুলেটর বিদ্যুৎ সাশ্রয় করে না। এটি শুধু ফ্যানের স্পিড কমায়, কিন্তু মোটর প্রায় একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে। এমনকি রেগুলেটর নিজেও সামান্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। তাই শুধু গতি কমালেই বিদ্যুৎ খরচ কমবে—এ ধারণা একেবারেই ভুল।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করা। এই স্মার্ট রেগুলেটরগুলো শুধু ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে না, বিদ্যুৎ খরচও সত্যিকার অর্থে কমিয়ে দেয়। যদিও এদের দাম সাধারণ রেগুলেটরের তুলনায় কিছুটা বেশি, তবে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কমে গিয়ে খরচ পুষিয়ে আসে।
সুতরাং, ফ্যানের গতি কমালেই বিদ্যুৎ বাঁচে—এ ভুল ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি। যদি সত্যিই বিদ্যুৎ বিল কমাতে চান, তাহলে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহারে মনোযোগ দিন।