ফোনের ডায়ালপ্যাডে হঠাৎ পরিবর্তন আসার কারণ গুগলের সাম্প্রতিক আপডেট। কয়েক বছর ধরে গুগল ফোন অ্যাপে নিয়মিত নতুন ফিচার যোগ করছে। তবে সাম্প্রতিক সংস্করণে এসেছে একেবারে ভিন্নধর্মী রূপান্তর, যেখানে ডায়ালপ্যাড ও ইনকামিং কল স্ক্রিনকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করে তোলা হয়েছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে গুগলের নতুন ‘Material 3 Expressive’ ডিজাইন ভাষা, যা ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হচ্ছে।
নতুন সংস্করণে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। এখন হোম পেজে ফেভারিট ও রিসেন্ট কল একত্রিত করে একটি ‘হোম’ ট্যাবে রাখা হয়েছে। প্রিয় কন্টাক্টগুলো স্লাইডারের মতো উপরে থাকবে এবং নিচে কল লিস্ট কার্ড আকারে দেখা যাবে। ডায়ালপ্যাডে আর আলাদা ফ্লোটিং বাটন নেই, বরং মাঝখানেই সরাসরি গোলাকার ও আধুনিক কীপ্যাড দেখা যাবে। কন্টাক্ট খোঁজার জন্য আগে আলাদা ট্যাব থাকলেও এখন তা সার্চ ফিল্ড থেকে ড্রয়ার মেনুর মাধ্যমে সহজে পাওয়া যাবে।
ইনকামিং কল স্ক্রিনেও এসেছে নতুনত্ব। এখন কল রিসিভ বা কেটে দেওয়ার জন্য ডানে বা বামে সোয়াইপ করা যাবে, পাশাপাশি এক ট্যাপে রিসিভ বা রিজেক্ট করার অপশনও রাখা হয়েছে। এতে ভুল করে কল রিসিভ বা কেটে দেওয়ার ঝুঁকি অনেক কমে গেছে। কল চলাকালীন স্ক্রিনের বাটনগুলো আগের চেয়ে বড়, ডিম্বাকৃতি ও চোখে পড়ার মতো করা হয়েছে, বিশেষ করে কল শেষ করার বাটনটি।
ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই নতুন ডিজাইন প্রশংসা করেছেন, তবে কেউ কেউ দুই সিম ব্যবহারের ক্ষেত্রে কোন সিম থেকে কল হচ্ছে তা বুঝতে অসুবিধা জানিয়েছেন। আবার কন্টাক্ট ট্যাবকে ড্রয়ারে সরানোও সবার পছন্দ হয়নি। এছাড়া ডিফল্টভাবে ডার্ক থিম ব্যবহারের কারণে হালকা থিমের চাহিদা বেড়েছে।
মূলত এই পরিবর্তনের উদ্দেশ্য হলো ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ, পরিষ্কার ও নিরাপদ করা। গুগল নতুন ডিজাইন ভাষা ব্যবহার করে ইন্টারফেসকে আরও রঙিন, প্রাণবন্ত ও ব্যক্তিগতকৃত করছে, যাতে কল করা আরও স্বাচ্ছন্দ্যময় হয়।