দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিসের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভোকাল জোহাদ রেজা চৌধুরী এবার দেশের ফুটবলের সাথেও যুক্ত হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মার্কেটিং কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই ব্যান্ড তারকা।
জোহাদের এই সংযুক্তিকে দেশের ফুটবলে সৃজনশীলতা, জনসংযোগ এবং জনপ্রিয়তা বৃদ্ধির একটি নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। ফুটবলের প্রতি তার আগ্রহ পুরোনো। নিয়মিত ক্লাব ফুটবলের খোঁজখবর রাখেন তিনি এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একজন বড় ভক্ত হিসেবেও পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ফুটবল নিয়ে সরব জোহাদের এই নতুন যাত্রা ফুটবলভক্তদের জন্য আশাব্যঞ্জক।
এদিকে নেমেসিস ব্যান্ডও চলছে পূর্ণ দমে। চলতি মাসে তারা একটি কনসার্ট করেছে এবং সামনে রয়েছে নতুন গানের পরিকল্পনা। ফুটবল ও সংগীত—দুটি অঙ্গনেই ব্যস্ত সময় পার করছেন জোহাদ।