ভালোবাসার টানে সব বাধা জয় করেছেন এক চীনা যুবক। ভাষা, সংস্কৃতি আর হাজার মাইল দূরের ব্যবধানকেও অতিক্রম করে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী প্রেমের গল্প। ধর্ম, জাতি কিংবা জাতীয়তার ভিন্নতা তাদের ভালোবাসাকে থামাতে পারেনি। অনন্য এই কাহিনি ঘটেছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামে।
গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মিম আক্তারের প্রেমে পড়েছেন এক চীনা যুবক। স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেই বন্ধুত্বই রূপ নেয় গভীর সম্পর্কে। দূরত্ব ভুলে একসময় তারা সিদ্ধান্ত নেন এই সম্পর্ককে বাস্তব রূপ দেওয়ার।
ভালোবাসার টানে যুবকটি ছুটে আসেন বাংলাদেশে এবং বর্তমানে তারা খিলবামৈ গ্রামেই অবস্থান করছেন। ঘটনাটি ঘিরে গ্রামে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অন্যদিকে মিমের বাড়িতে চলছে আনন্দঘন পরিবেশ, যেখানে প্রতিবেশীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে আঙিনা।
মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ জানান, বিষয়টি শুনে তিনি প্রশাসনকে অবগত করেছেন এবং আইনি প্রক্রিয়ায় যা প্রয়োজন, সেই সহযোগিতা করা হবে।