রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড়ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে চম্পাতলী এবং নন্দারাম এলাকায় টানা ভারি বৃষ্টির ফলে এই ধসের ঘটনা ঘটে। এতে সড়কে মাটি ও পাথর পড়ায় সবধরনের যান চলাচলে বিঘ্ন ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার গণমাধ্যমকে জানান, বর্তমানে সাজেক পর্যটন কেন্দ্রে অন্তত ৪২৫ জন পর্যটক আটকে আছেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সহায়তায় এগিয়ে এসেছেন।
স্থানীয় সূত্র বলছে, রাতভর ভারি বর্ষণের কারণে পাহাড়ি মাটি সরে এসে সড়ক অবরুদ্ধ করে দেয়। ফলে সাজেক থেকে পর্যটকদের নামিয়ে আনার বা নতুন করে কাউকে ওপরে নেওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে, বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সাজেক-বাঘাইহাট সড়কে চলাচলরত যানবাহন চালকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।