আইসিসি নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে একতরফা ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভিশাখাপাটনামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১৯৮ রানে অলআউট হয় লাল-সবুজের দল, যেখানে অজিরা জবাবে ২৫.১ ওভারেই ১০ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সহজ জয় এনে দেন। ৭৭ বলে ২০টি চারের মারে ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁর সঙ্গী ফিবি লিচফিল্ড ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ফলে কোনো উইকেট না হারিয়ে ১৯৯ রানের লক্ষ্য স্পর্শ করে অজিরা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সোবহানা মোস্তারি, আর রুবাইয়া হায়দার যোগ করেন ৪৪ রান। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হন; অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন মাত্র ১২ রান, আর ওপেনার শারমিন করেন ১৯ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে বাংলাদেশ।
বল হাতে অজিদের হয়ে সবচেয়ে কার্যকর ছিলেন স্পিনার অ্যালানা কিং। তিনি ১০ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নেন। এছাড়া জর্জিয়া ওয়ারহ্যাম, গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ডও ২টি করে উইকেট তুলে নেন।
এই পরাজয়ের ফলে টানা চার ম্যাচে হেরে কার্যত টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে বাংলাদেশ নারী দল। বিপরীতে, এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।