ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে তাকে সমাহিত করা হয়।
এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সাগরের লাশ রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায়। ঢাকায় প্রথম জানাজা শেষে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে মরদেহ রাজশাহীতে আনা হয়। এরপর লাশবাহী গাড়িতে করে তা নিয়ে যাওয়া হয় রাজশাহীর উপশহরের তার ভাড়া বাসায়।
সাগরের মেজো চাচা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সাগরের পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে মরদেহ রাজশাহীতে এনে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।