পবিত্র নগরী মক্কাকে ঘিরে সৌদি আরব হাতে নিয়েছে এক বিশাল উন্নয়ন পরিকল্পনা। মুসলিম বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র এই শহরকে আরও আধুনিক, সুশৃঙ্খল এবং হজযাত্রীদের উপযোগী করতে নেওয়া হয়েছে এই মেগা প্রজেক্ট। গ্র্যান্ড মসজিদের পাশেই নির্মিত হবে আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল হোটেল, আবাসিক এলাকা, সাংস্কৃতিক কেন্দ্র এবং আধুনিক বাণিজ্যিক স্থাপনা—যেখানে নামাজ, আতিথেয়তা ও থাকার সকল সুবিধা থাকবে একসঙ্গে।
নতুন এই উন্নয়ন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘কিং সালমান গেট’, যা আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ১২ মিলিয়ন স্কয়ার মিটারজুড়ে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এতে একসঙ্গে প্রায় ৯ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন—ইনডোর ও আউটডোর উভয় ব্যবস্থায়।
প্রকল্পটির বাস্তবায়ন করবে রুয়া আল-হারাম আল-মাক্কি নামের প্রতিষ্ঠান। ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভিডিওতে দেখা গেছে, গ্র্যান্ড মসজিদের চারপাশে সুউচ্চ ভবন এবং তাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে শান্তির প্রতীক সাদা পায়রা। এই বিশাল প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সৌদি আরবের লক্ষ্য—২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজযাত্রীকে পবিত্র নগরী মক্কায় স্বাগত জানানো। তাই শুধু কিং সালমান গেট নয়, মক্কা-মদিনাকে ঘিরে আরও নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে দেশটি। এই সব উদ্যোগের মাধ্যমে সৌদি আরব মক্কাকে একটি আধুনিক, টেকসই এবং বিশ্বমানের ধর্মীয় ও সাংস্কৃতিক শহরে রূপান্তর করতে চায়।
সূত্র: আরব নিউজ, গালফ টুডে