আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আবারও নিজের শক্তিশালী উপস্থিতি জানান দিলেন বলিউড তারকা নোরা ফাতেহি। প্রকাশ করলেন তার নতুন গানের প্রথম ঝলক, যার শিরোনাম ‘ওহ মামা তেতেমা’। শুধু পারফরমার হিসেবেই নয়, এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেও। নোরার সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আফ্রিকান সুপারস্টার রেইভ্যানি এবং চমক হিসেবে রয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।
নোরা ফাতেহি ইনস্টাগ্রামে গানটির পোস্টার শেয়ার করেছেন, যেখানে তাকে আফ্রো-ইনস্পায়ার্ড আধুনিক পোশাকে ফ্যাশনের দিক থেকেও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। গানটির টিজার ইতিমধ্যেই অনলাইনে প্রকাশিত হয়েছে এবং তা ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
‘ওহ মামা তেতেমা’ গানটি অফিসিয়ালি মুক্তি পাচ্ছে ৯ আগস্ট। এই গানের মাধ্যমে নোরা আবারও প্রমাণ করলেন, তিনি কেবল একজন দক্ষ নৃত্যশিল্পী বা অভিনেত্রী নন—একজন বৈশ্বিক সংগীতশিল্পী হিসেবেও তার অবস্থান ক্রমেই দৃঢ় হচ্ছে। এর আগেও জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন নোরা, যা ইতোমধ্যে ইউটিউবে ১৩ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে।