নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে এবার আওয়াজ তুলেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে সবার প্রিয় হয়ে উঠেছিলেন। তার নিজ জেলা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে, তাই এই দাবির সঙ্গে তিনি নিজেকে সরাসরি যুক্ত করেছেন।
কিছুদিন ধরেই নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে—নোয়াখালীকে নতুন বিভাগ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে। এই বিষয়েই বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পলাশ একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন,
“নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।”
তার এই সংক্ষিপ্ত পোস্ট মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হাজারো ভক্ত ও অনুসারী মন্তব্যে তার এই দাবির প্রতি সমর্থন ও শুভকামনা জানান।
জিয়াউল হক পলাশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিনোদন অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করছেন। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে তিনি নিজেকে অভিনেতা ও পরিচালক—দুই ভূমিকাতেই সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন। এখন পর্যন্ত তিনি একক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এবং ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন।
নোয়াখালী বিভাগের দাবি নতুন নয়, তবে জনপ্রিয় এই তারকার অংশগ্রহণে বিষয়টি আরও গতি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।