ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে তামিলনাড়ুর করুর জেলায় ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। পদদলিত হয়ে এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।
জনসভায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বিজয় নিজেও শোকাহত হয়ে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বিজয় বলেন, “এটি নিঃসন্দেহে আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। সান্ত্বনার যতই কথা বলা হোক না কেন, আপনজন হারানোর বেদনা অসহনীয়। তবুও পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রতিটি পরিবারকে, যারা আপনজন হারিয়েছেন তাদের ২০ লাখ টাকা এবং আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেককে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি। অর্থের পরিমাণ অবশ্যই এমন ক্ষতির তুলনায় সামান্য, তবে আপনাদের পাশে থেকে আন্তরিক সমর্থন জানানোই আমার কর্তব্য।”
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ তিনি লিখেছিলেন—“আমার হৃদয় ভেঙে গেছে; এটি অসহনীয় এবং ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।”