কক্সবাজারের বাইশফাঁড়ী ও তুমব্রু সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন-৩৪।
বুধবার (২৩ জুলাই) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ১-২ বছর ধরে ওই পরিবারগুলো বাংলাদেশের অভ্যন্তরে তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় স্থানীয় উপজাতি সম্প্রদায়ের সঙ্গে বসবাস করছিল। অবৈধভাবে বসবাসকারী এসব মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসনে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় ও কক্সবাজার ব্যাটালিয়নের পেশাদারিত্ব, ধৈর্য ও কঠোর পরিশ্রমের ফলে সফলভাবে ২২ ও ২৩ জুলাই দুই দফায় ফেরত পাঠানো সম্ভব হয়েছে।
এ প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অপরাধ, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সব সময় সজাগ ও সচেষ্ট থাকবে।