নিউ ইয়র্ক স্টেটের প্রাপ্তবয়স্কদের জন্য এক যুগান্তকারী শিক্ষাপ্রণালী চালু হচ্ছে—টিউশনসহ সকল খরচ বহন করবে রাজ্য। “SUNY Reconnect” নামে নতুন এই কর্মসূচি ২০২৫ সালের শরৎ সেমিস্টার থেকে চালু হচ্ছে। এর আওতায় ২৫ থেকে ৫৫ বছর বয়সী যেকোনো নিউ ইয়র্কবাসী দুই বছরের এসোসিয়েট ডিগ্রি করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে।
এডভান্সড ম্যানুফ্যাকচারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, প্রকৌশল, রিনিউয়েবল এনার্জি, নার্সিং এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়ের ওপর ডিগ্রির সুযোগ থাকছে এই উদ্যোগে। রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের টিউশন ফি, পাঠ্যবই, নির্দিষ্ট শিক্ষাসামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ দেওয়া হবে।
গভর্নর ক্যাথি হকুল ১ জুলাই, মঙ্গলবার এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তার ভাষায়, “নিউ ইয়র্কের প্রায় ৪০ লাখ কর্মক্ষম নাগরিকের কোনো কলেজ ডিগ্রি নেই—তাদের জন্যই এটি এক নতুন দিগন্ত।”
ইতোমধ্যে ২০২২ সাল থেকে সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (CUNY) সফলভাবে “CUNY Reconnect” প্রোগ্রাম চালিয়ে আসছে। SUNY Reconnect মূলত রাজ্যের অন্যান্য অংশে থাকা প্রাপ্তবয়স্কদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চালু করা হচ্ছে।
এই সুবিধা পেতে হলে শিক্ষার্থীকে SUNY ও CUNY-এর আওতাভুক্ত কোনো কমিউনিটি কলেজে ভর্তি হয়ে তালিকাভুক্ত বিষয়ের মধ্যে থেকে পছন্দের বিষয় বেছে নিতে হবে।
আরও তথ্য ও আবেদন লিংক:
SUNY Reconnect (Free Community College)
CUNY Reconnect
নোট: সুযোগ সীমিত। আগ্রহীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।