সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশিদের জন্য অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ চালু করেছে। বিনিয়োগ ছাড়াই এই ভিসার আওতায় বাংলাদেশিরা দেশটিতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। সোমবার (৭ জুলাই) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে জানানো হয়, ইউএই নতুনভাবে ‘মনোনয়নভিত্তিক’ একটি গোল্ডেন ভিসা প্রক্রিয়া চালু করেছে, যার আওতায় প্রাথমিকভাবে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা আজীবন বসবাসের অনুমতি পাবেন। এর আগে গোল্ডেন ভিসা পেতে কমপক্ষে ২০ লাখ দিরহামের (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) সম্পদ বা ব্যবসায় বিনিয়োগের প্রয়োজন হতো। তবে নতুন নিয়মে মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি পরিশোধ করেই এই ভিসা পাওয়া সম্ভব, যদিও ভিসা প্রদানে কঠোর ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর বিরুদ্ধে কোনো মানি লন্ডারিং, ফৌজদারি রেকর্ড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক কার্যকলাপ থাকলে সেটি ভিসা প্রাপ্তিতে বাধা হতে পারে। পাশাপাশি সংস্কৃতি, বিজ্ঞান, অর্থনীতি, স্টার্টআপ, বাণিজ্য কিংবা পেশাগত খাতে আবেদনকারীর সম্ভাব্য অবদানও বিবেচনায় নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছে রায়াদ গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আয়ুব জানিয়েছেন, এটি ইউএই গোল্ডেন ভিসা পাওয়ার এক অনন্য সুযোগ। আবেদন সম্পন্ন হলে সংশ্লিষ্ট কাগজপত্র ইউএই সরকারের কাছে পাঠানো হবে, তবে ভিসা পাওয়ার জন্য আবেদনকারীকে দেশটিতে যেতে হবে না।
ভারত ও বাংলাদেশের নাগরিকরা রায়াদ গ্রুপের অনলাইন পোর্টাল, কল সেন্টার, ওয়ান ভাস্কো সেন্টার বা রেজিস্টার্ড অফিসের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
এই গোল্ডেন ভিসা শুধু আজীবন বসবাসের সুযোগই নয়, বরং পরিবার, গৃহকর্মী ও ড্রাইভার স্পন্সর করার সুযোগ এবং দেশটিতে ব্যবসা বা পেশাগত কাজ করার পূর্ণ স্বাধীনতাও দিচ্ছে।