কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ দীর্ঘদিন ধরে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে। এই শো সঞ্চালনার মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অভিনেত্রী ও ভারতের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য রচনা ব্যানার্জি। সম্প্রতি টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শো এবং নিজের রাজনৈতিক দায়িত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন।
রচনা ব্যানার্জি বলেন, লোকসভায় যাওয়া নির্ভর করে ব্যক্তির পরিস্থিতির ওপর। যারা পুরোপুরি রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের উচিত অধিবেশন চলাকালীন প্রতিদিন সংসদে উপস্থিত থাকা—যদি না শারীরিক সমস্যা বা পারিবারিক অসুবিধা থাকে। তবে যারা রাজনীতির পাশাপাশি অন্য পেশায় যুক্ত, তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। নিজের উদাহরণ টেনে তিনি বলেন, “আমাকে ‘দিদি নাম্বার ওয়ান’-এর মতো ৩৬৫ দিন সম্প্রচারিত হয় এমন একটি শো করতে হয়। পাশাপাশি আমার নিজস্ব ব্যবসা আছে এবং রাজনীতিতেও যুক্ত আছি। তাই সব কিছুই আমাকে সামলাতে হয়।”
শো বন্ধ হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, “এটা এমন একটি অনুষ্ঠান যা বন্ধ হয়ে গেলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে। আমি সেটা হতে দেব না।”
উল্লেখ্য, ‘দিদি নাম্বার ওয়ান’ হলো নারীদের জন্য নির্মিত একটি জনপ্রিয় টেলিভিশন গেম শো, যা ২০১০ সালে শুরু হয় এবং ভারতের জি বাংলা চ্যানেলে প্রচারিত হয়।