চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দাউ দাউ করে জ্বলছে পুরো ভবন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শুরু হওয়া আগুন রাত ৯টা পর্যন্তও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা এতটাই প্রবল যে, ফায়ার সার্ভিস আশঙ্কা করছে— ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, আগুনের শিখা এখনও ভয়াবহভাবে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিচতলা ও পাশের কারখানাগুলোতে পানি ছিটিয়ে আগুনের বিস্তার রোধে কাজ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, দুপুরের পর থেকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ২৩টি ইউনিট কাজ করছে। পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ দলও যুক্ত হয়েছে। তিনি আরও জানান, ভবনের ছয় ও সাত তলায় ধোঁয়ায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আটতলায় থাকা কর্মীরা নিশ্চিত করেছেন যে, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পেরেছেন।
জানা গেছে, দুপুর ২টার দিকে ভবনের আট তলায় প্রথম আগুন লাগে এবং তা দ্রুত নিচের কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। কারখানাটিতে মূলত হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো। ফায়ার সার্ভিস জানায়, ভবনের ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের গতি ও তীব্রতা বেড়ে যায়।
উপপরিচালক জসিম উদ্দিন বলেন, “দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে।” ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।