থাইল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত হুয়া হিনের কাছে একটি পুলিশ বিমান বিধ্বস্ত হয়ে ছয় পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়ন ক্রাইথং।
পুলিশ জানায়, প্যারাসুট প্রশিক্ষণের প্রস্তুতির অংশ হিসেবে বিমানটি পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করছিল। হুয়া হিন জেলার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। যদিও তাৎক্ষণিকভাবে বিমানের মডেল নিশ্চিত করা হয়নি, তবে পাওয়া ছবিতে ভাইকিং ডিএইচসি-৬ টুইন অটার মডেলের একটি বিমান বলে মনে করা হচ্ছে।
প্রাচুয়াব কিরি খান প্রদেশের জনসংযোগ বিভাগ জানায়, হুয়া হিন বিমানবন্দরের কাছেই এ দুর্ঘটনা ঘটে। সমুদ্র উপকূল থেকে মাত্র ১০০ মিটার দূরে বিধ্বস্ত হওয়া বিমানটিকে সমুদ্রে দু’টুকরো অবস্থায় দেখা গেছে।
ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তদন্তের অংশ হিসেবে বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।