সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জ্ঞান ফিরে পেয়েছেন এবং এখন তার পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন।
৩৫ বছর বয়সী এই ক্রিকেটার সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে সফলভাবে স্টেন্ট স্থাপন করার পরে হৃদরোগের ব্লকেজ অপসারণ করা হয়েছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলামের মতে, তামিম এখন তার ডাক্তার এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান নিশ্চিত করেছেন যে প্রক্রিয়াটি মসৃণভাবে সম্পন্ন হয়েছে, ব্লকেজ সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন যে, তামিমের অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তাকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
ড. রাজীব আরও জানান, তামিমকে প্রথমে হৃদরোগের উপসর্গ নিয়ে আনা হয়েছিল। মেডিকেল টিম প্রথমে এনজিওগ্রাম করে এবং পরে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করে সমস্যার সমাধান করে। এই প্রক্রিয়াটি করেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ।
সোমবার সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। টসের পর বুকে ব্যথা অনুভব করলে মাঠেই তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তার হৃদরোগের ব্লকেজ ধরা পড়ে। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ও ভাই নাফিস ইকবাল তার পাশে থেকে সাহস জোগাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন।