প্রযুক্তি ও ক্রীড়াজগতের সম্মিলনে এবার নতুন এক উদ্ভাবন আনছে মেটা। আকর্ষণীয় ডিজাইনের জন্য পরিচিত ওকলির সঙ্গে যৌথভাবে মেটা বাজারে নিয়ে আসছে স্মার্ট চশমা—ওকলি মেটা এইচএসটিএন। এটি শুধু একটি ফ্যাশন আইটেম নয়, বরং হয়ে উঠতে যাচ্ছে ক্রীড়াবিদদের জন্য একটি স্মার্ট সহচর। সম্প্রতি মেটার অফিসিয়াল ফেসবুক পেজে এই স্মার্ট চশমার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
চশমাটিতে রয়েছে চমকে দেওয়ার মতো কিছু ফিচার। প্রথমেই রয়েছে থ্রিকে আল্ট্রা এইচডি ক্যামেরা, যা দিয়ে ব্যবহারকারী হ্যান্ডস-ফ্রি ভিডিও ও ছবি তুলতে পারবেন। যারা পূর্বে রে-ব্যান মেটা ব্যবহার করেছেন, তাদের জন্য এটি আরও উন্নত এক অভিজ্ঞতা নিয়ে এসেছে।
এর ফ্রেমে সংযুক্ত ওপেন-ইয়ার স্পিকার ব্যবহারকারীকে সরাসরি গান, পডকাস্ট বা ফোনকল উপভোগ করার সুযোগ দেবে। ৮ ঘণ্টার ব্যাটারি লাইফ এবং মাত্র ২০ মিনিটে ৫০ শতাংশ চার্জের সুবিধাও রয়েছে। এর চার্জিং কেস থেকে পাওয়া যাবে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ।
IPX4 পানিরোধী বৈশিষ্ট্য থাকায় এটি ঘাম বা হালকা বৃষ্টিতেও নিরাপদ। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এতে সংযুক্ত মেটা এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে বলা যাবে: “হে মেটা, বাতাসের গতি কত?” কিংবা “হে মেটা, ভিডিও রেকর্ড করো”—এবং চশমা নিজের কাজ শুরু করে দেবে।
এই স্মার্ট চশমা মূলত ক্রীড়াবিদদের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে ওকলির প্রিজম লেন্স, যা দৃষ্টিশক্তি আরও স্পষ্ট করে এবং খেলার সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। প্রোমো ক্যাম্পেইনে অংশ নিয়েছেন ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে ও এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস।
এই স্মার্ট চশমাটি বাজারে আসছে ১১ জুলাই। প্রি-অর্ডারের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার, এবং গ্রীষ্মের শেষভাগে আরও কিছু মডেল পাওয়া যাবে ৩৯৯ ডলারে। প্রাথমিকভাবে এটি পাওয়া যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু দেশে। ভারত, মেক্সিকো ও আমিরাতে এটি আসবে বছরের শেষভাগে।
চশমাটির প্রথম প্রদর্শনী হবে ২০–২২ জুন ‘ফ্যানাটিক্স ফেস্ট’-এ এবং ২৫–২৭ জুন ‘ইউএফসি ইন্টারন্যাশনাল ফাইট উইক’-এ। প্রদর্শনীতে অংশ নেবেন গ্যাব্রিয়েল মেদিনা, জে.আর. স্মিথ ও বু জনসনের মতো ক্রীড়াবিদরা।