পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসলেও শেষ পর্যন্ত তার কনসার্টটি বাতিল হয়ে গেছে। “মেলোডি আনলিশড” শিরোনামের এই কনসার্টটি হওয়ার কথা ছিল শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে। তবে, ইভেন্ট শুরুর মাত্র এক ঘণ্টা আগে আয়োজক প্রতিষ্ঠান “মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন” ফেসবুক পোস্টে “নিরাপত্তা ঝুঁকি” এর কারণে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয়।
মুস্তফা জাহিদ “তো ফির আও”, “তেরা মেরা রিশতা” এর মতো হিট গানের জন্য বিখ্যাত। তিনি বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রথমবারের মতো ঢাকায় আসেন এবং বাংলাদেশী শিল্পী একে রাহুল, লেভেল ফাইভ ও এনকোর ব্যান্ড-এর সঙ্গে রিহার্সাল করেন। কিন্তু আয়োজকরা শেষ মুহূর্তে শিল্পীদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই গায়েব হয়ে যান।
মুস্তফা জাহিদ ফেসবুকে লিখেছেন, “আমরা হতাশ ও কষ্ট পেয়েছি। দর্শকদের জন্য অসাধারণ একটি রাত উপহার দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু আয়োজকদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এটি সম্ভব হলো না।”
একে রাহুল বলেন, “একজন আন্তর্জাতিক শিল্পীকে এভাবে অপমান করা শিল্পী সমাজের জন্য লজ্জার বিষয়।” আয়োজকরা শিল্পীদের প্রাপ্ত অর্থও পরিশোধ করেনি বলে জানিয়েছেন লেভেল ফাইভ-এর ম্যানেজার শাহরিয়ার নাফিস।
টিকিটের মূল্য ছিল ১,৯৯৯ টাকা (জেনারেল), ৩,৪৯৯ টাকা (মেলোডি জোন) এবং ১০,০০০ টাকা (প্রিমিয়াম)।