ভ্রমণ মানেই কাজের ক্লান্তি ভুলে একটু নিরিবিলি সময় কাটানো, নতুন জায়গা ঘোরা আর প্রশান্তির মুহূর্ত উপভোগ করা। কিন্তু মাঝে মাঝে এই আনন্দে বাধা হয়ে দাঁড়ায় একটি অস্বস্তিকর ভাবনা—হোটেল রুমে বা ট্রায়াল রুমে লুকানো কোনো গোপন ক্যামেরা নেই তো? বর্তমান সময়ে গোপন ক্যামেরার মাধ্যমে নজরদারি ও গোপন ভিডিও রেকর্ডিংয়ের ঘটনা শোনা যায় প্রায়ই। তবে আতঙ্কিত না হয়ে কিছু সহজ কৌশল জানলে আপনি নিজেই স্মার্টফোন দিয়ে এ ধরনের ক্যামেরা খুঁজে বের করতে পারেন।
১. প্রতিফলনের মাধ্যমে লেন্স খুঁজুন
স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে ঘরের কোণ, টিভি, ঘড়ি, রিমোট, চার্জার, আলমারি বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের দিকে আলোকপাত করুন। যদি কোথাও ছোট্ট চকচকে আলো বা প্রতিফলন চোখে পড়ে, তা হতে পারে গোপন ক্যামেরার লেন্স।
২. ইনফ্রারেড লাইট শনাক্ত করুন
বেশিরভাগ গোপন ক্যামেরা ইনফ্রারেড লাইট ব্যবহার করে, যা খালি চোখে দেখা না গেলেও স্মার্টফোনের ক্যামেরায় ধরা পড়ে। রুমের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা চালু করে ধীরে ধীরে রুম স্ক্যান করুন। কোথাও হালকা লালচে বা বেগুনি আলো দেখা গেলে সেটি হতে পারে ইনফ্রারেড—অর্থাৎ গোপন ক্যামেরার অস্তিত্ব।
৩. হিডেন ক্যামেরা শনাক্তকরণ অ্যাপ ব্যবহার করুন
প্লে স্টোর বা অ্যাপ স্টোরে ‘Hidden Camera Detector’, ‘Glint Finder’ বা ‘Fing’ নামের অ্যাপ পাওয়া যায়। এসব অ্যাপ ফোনের সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে কাছাকাছি থাকা গোপন ক্যামেরা, রেকর্ডার বা অডিও ডিভাইস সনাক্ত করতে পারে।
৪. Wi-Fi নেটওয়ার্ক স্ক্যান করুন
অনেক গোপন ক্যামেরা Wi-Fi এর মাধ্যমে সংযুক্ত থাকে। আপনার ফোন দিয়ে Wi-Fi নেটওয়ার্ক স্ক্যান করুন এবং দেখুন কোনো অচেনা বা সন্দেহজনক ডিভাইস কানেক্টেড আছে কি না। যদি কিছু অস্বাভাবিক মনে হয়, হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে নিন।
৫. পোর্টেবল ক্যামেরা ডিটেকটর ব্যবহার করুন
আপনি চাইলে বাজার বা অনলাইন থেকে ‘Hidden Camera Detector Device’ কিনে নিতে পারেন। ছোট আকারের এই ডিভাইসগুলো সহজেই বহনযোগ্য এবং গোপন ক্যামেরা সনাক্তে বেশ কার্যকর।
৬. সন্দেহ হলে ব্যবস্থা নিন
কোনো কিছু অস্বাভাবিক মনে হলে দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানান এবং প্রয়োজনে রুম পরিবর্তনের অনুরোধ করুন। গোপনীয়তা ও নিরাপত্তা কোনোভাবেই উপেক্ষা করার বিষয় নয়।
মনে রাখবেন, ছোট কিছু সচেতনতা আপনাকে একটি নিশ্চিন্ত, নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দিতে পারে। তাই শুধু কাপড় নয়—ব্যাগে গোপন ক্যামেরা শনাক্তের বুদ্ধিটাও রাখুন সঙ্গে!