জাতীয় দলের টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড এখন মরক্কোর দখলে। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে পেছনে ফেলে ইতিহাস গড়েছে তারা। এই জয়ের মাধ্যমে আটলাস লায়ন্সরা টানা ১৬ ম্যাচে জয় তুলে নিয়ে গড়েছে নতুন বিশ্বরেকর্ড।
এর আগে টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ডটি ছিল স্পেনের, যা তারা ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত ধরে রেখেছিল। কঙ্গোর বিপক্ষে জয়টি মরক্কোর জন্য আরও ঐতিহাসিক হয়ে উঠেছে কারণ তারা বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে শতভাগ জয়ে। ‘ই’ গ্রুপে আট ম্যাচে আটটিতেই জয় তুলে নিয়েছে আগেই বিশ্বকাপে জায়গা করে নেওয়া মরক্কো।
মরক্কো সর্বশেষ কোনো ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়েছিল গত বছরের মার্চে, যখন মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়। এরপর থেকে দলটি টানা জয় ধরে রেখেছে—বিশ্বকাপ বাছাইয়ের ৭ ম্যাচ, আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ের ৬ ম্যাচ এবং ৩টি প্রীতি ম্যাচসহ মোট ১৬ ম্যাচে অপরাজিত জয়যাত্রা।
এই সময়ে মরক্কো প্রতিপক্ষের জালে ৫০ গোল দিয়েছে এবং হজম করেছে মাত্র ৪টি গোল—যা তাদের অসাধারণ ফর্মের সাক্ষ্য বহন করে। এই রেকর্ড মরক্কো ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল।