লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল প্রথমে স্কটল্যান্ড এবং পরে পাকিস্তান ‘এ’ দলকে বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং শক্তি চোখে পড়ার মতো ছিল। গাদ্দাফি স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২৭৬ রান তোলে। অধিনায়ক জ্যোতি (৭০ রান) এবং ফারজানা হক পিংকি (৫০ রান) দায়িত্বশীল ইনিংস খেলেন। নিচের সারির ব্যাটার জান্নাতুল ফেরদৌস মাত্র ৩৪ বলে ৪৬ রান করে দলের স্কোর আরও বাড়িয়ে দেন।
জবাবে পাকিস্তান ‘এ’ দল বাংলাদেশের স্পিনার মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন-এর সামনে টিকতে পারেনি। মাত্র ১০৭ রান করে অল আউট হয়ে যায় তারা, যেখানে দুয়া মজিদ (৩২ রান) একমাত্র কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দল বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতির ইতিবাচক সংকেত দিয়েছে। লাহোরে আগামীকাল শুরু হচ্ছে বাছাইপর্ব, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ড-এর বিপক্ষে।
এই টুর্নামেন্টে শীর্ষ দুই দল ২০২৫ নারী ওডিআই বিশ্বকাপ-এ খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে ৬টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, বাকি ২টি দল বাছাইপর্ব থেকে নির্বাচিত হবে।