পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জুমার নামাজে খুতবা পাঠ করে প্রশংসায় ভাসছেন। খুতবা পাঠের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
গত শুক্রবার (২৫ এপ্রিল) তিনি উপজেলার সোহাগদল ইউনিয়নের একতার হাটবাজার পরিদর্শনে যান। পরিদর্শনকালে জুমার নামাজের সময় হলে তিনি দক্ষিণ সোহাগদল একতার হাটবাজার জামে মসজিদে নামাজ আদায় করতে যান। সেখানে গিয়ে ইউএনও মো. জাহিদুল ইসলাম উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ইসলামের গুরুত্ব এবং দেশের প্রচলিত আইনের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এরপর তিনি খুতবা পাঠ করে নিজেই জুমার নামাজের ইমামতি করেন এবং নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
খুতবার সময় তিনি বলেন, অতীতে শিশুরা ধর্মীয় শিক্ষার জন্য মক্তবে যেত, কিন্তু বর্তমানে সেই প্রবণতা কমে গেছে। পুথিগত শিক্ষার মান বৃদ্ধি পেলেও ধর্মীয় শিক্ষার ঘাটতি থেকেই যাচ্ছে। তাই প্রতিটি শিশুকে ধর্মীয় অনুশাসনে গড়ে তোলার গুরুত্ব তিনি তুলে ধরেন।
ওইদিন রাতেই এই ঘটনার ভিডিও এবং ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা ইউএনওর ভূয়সী প্রশংসা করেন। কমেন্ট বক্সে হাজারো মন্তব্যে “আলহামদুলিল্লাহ”, “মাশাআল্লাহ”, “ইনশাআল্লাহ” ও শুভকামনা প্রকাশ করতে দেখা গেছে।
জাহারুল ইসলাম নামে এক ব্যক্তি মন্তব্য করেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে, আমরা নেছারাবাদ উপজেলাবাসী এমন একজন যোগ্য ও দ্বীনদার ইউএনও পেয়েছি। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মসজিদের ভূমিকা গ্রহণ করায় তিনি ইউএনওর উদ্যোগের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সফলতার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, মো. জাহিদুল ইসলাম বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি গত ২৩ মার্চ থেকে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।