নেটফ্লিক্সে আজ মুক্তি পেয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। মুক্তির আগে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে বলিউডের শীর্ষ তারকারা এক ছাদের নিচে জড়ো হয়ে জমকালো আয়োজনকে রঙিন করে তুলেছেন।
প্রদর্শনীতে পুরো খান পরিবার উপস্থিত ছিলেন। শাহরুখ খান ও গৌরীর সঙ্গে ছিলেন সুহানা ও ছোট ছেলে আব্রাম। লালগালিচায় অতিথিদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠেন শাহরুখ, আর সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেন স্বয়ং পরিচালক আরিয়ান। শুধু বাবাকেই নয়, পরিবারের প্রতিটি সদস্যকেই নিজের ফ্রেমে ধরে রাখেন তিনি।
তারকাদের উপস্থিতিতেও ছিল বৈচিত্র্য। হলুদ পোশাকে ঝলমলে লুকে নজর কাড়েন সুহানা, রুপালি পোশাকে দৃষ্টি কাড়েন অনন্যা পান্ডে। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা গোলাপি পোশাকে হাজির হয়ে ঈশা অম্বানির সঙ্গে পোজ দেন। শাহরুখের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় কাজল ও অজয় দেবগণকে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ফারাহ খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অ্যাটলি, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় বর্মা, খুশি কাপুরসহ আরও অনেকে। প্রদর্শনীর শেষভাগে আরিয়ান কলাকুশলীদের সঙ্গে ছবি তোলেন, যেখানে ছিলেন ববি দেওল, রাজত বেদী ও রাঘব জুয়াল।
তারকাখচিত এই আয়োজনের মাধ্যমে জমকালো সূচনা হলো আরিয়ান খানের পরিচালনা জীবনের। বলিউডের এই নতুন অধ্যায় ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।